Jai Bhim (2022) Full Movie Review
ভেবেছিলাম রাত্রে ৩০ মিনিট দেখে বাকিটুক সকালে দেখবো।কিন্তু পুরোটা শেষ না করে উঠতে পারিনি এতটাই স্ক্রিনে আটকে ছিলাম। মুভির কাহিণী ছিল ফাস্ট রানটাইম বেশি হলেও। স্ক্রিনপ্লে দারুণ ছিল।
আর কাহিণী একদম মন ছুঁয়ে যাওয়ার মত।জাত,শ্রেণী,ধর্ম,আইন,প্রশাসন নিয়ে যে কনসেপ্টে মুভির কাহিণী তৈরি করা হয়েছে যা প্রশংসা পাওয়ার দাবিদার।নব্বই দশকের শুরু এবং মাঝের সত্য ঘটনা নিয়ে মুভির কাহিণী এগিয়েছে।
মুভিতে ইমোশনাল হয়ে গেছি বেশ কয়েকবার।আর স্বস্তির জায়গা ছিল চান্দ্রো চরিত্রে সুরিয়া।এই মুভি দেখে আমি আরেকবার সুরিয়ার ফ্যান হয়ে গেছি।সে খুব ন্যাচারাল এক্টর এবং তার মুভি সিলেকশন আমার ভাল লাগে।
- Spoiler:
মুভির পুরো অংশ জুরেই একটা আদিবাসী সম্প্রদায়ের উপর শোষণ,নিপীড়ন,পাশবিক অত্যাচারের চিত্র ফুটে উঠেছে।নিচু জাত বলে তাদেরকে নিয়ে যা খুশি করা যায়।অন্যের যেকোন অপরাধ তাদের উপর চাপিয়ে দেওয়া যায়।
বিনা দোষে তাদের লকাবে ভরে পশুর মত মারধর করা যায়।তাদের সন্তানদের অপহরণ করা যায়।তাদের স্ত্রীদের ইজ্জতের উপর হাত দেওয়া যায়।
আর এই কাজ গুলো কোন এন্টি-সোশ্যালরা করে না।করে থাকে আইনের রক্ষক পুলিশ।
রাজাকান্নু নামে এক সাপুড়ে কে তার গ্রামের মালিকের বাড়ির গয়না চুরির দায়ে পুলিশ হন্নে হয়ে খুঁজতে থাকে।
তাকে না পেয়ে তুলে আনা হয় তার স্ত্রী,ভাই-বোনদের।তাদের উপর পুলিশ পশুর চেয়ে জঘন্যভাবে অত্যাচার চালায়।কিন্তু তারা আসলে এসবের কিছুই জানে না।
#LightSpoiler- (মাস্টওয়াচ)
#Movie:Jai Bhim (2021)
#Genre:Crime,Drama.
অন্যদিকে রাজাকান্নু নিজের পরিবারের জন্য দূরে কোথাও কাজ করতে গেছে।
কাজ শেষে ফিরলে তাকেও ধরে নিয়ে যাওয়া যায়।এরপর তার উপর কিসব চলে সেগুলো মুভিতে দেখে নিয়েন।
একসময় পুলিশ এসে রাজাকান্নুর বউকে খবর দেয় সে লকাব থেকে পালিয়ে গেছে।
তার বউ চিন্তিত হয়ে পড়ে।সহ্য করতে না পেরে শহরের নাম করা উকিল চান্দ্রো এর শরণাপন্ন হয়।
তারপর থেকে চান্দ্রো কি কি করে জানতে হলে দেখে ফেলুন মুভিটি।
মুভিতে আদিবাসীদের অভিনয় দেখলে মনে হবে একদম বাস্তবে চোখের সামনে ঘটছে।
আর সুরিয়ার ফ্যান হয়ে যাবেন এই মুভি দেখলে।সুরিয়ার থেকে এমন দারুণ দারুণ কাজ সামনে আরো আশা করছি।
যতটা এক্সপেক্টেশন নিয়ে দেখতে বসেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি।