ভ্যাকসিন সার্টিফিকেট এর তথ্য সংশোধন করতে পারবেন আপনিও,জানেন কীভাবে?
আপনাকে এই ঠিকানায় ইমেইল করতে হবে support.surokkha@doict.gov.bd
মেইলে সংক্ষেপে উল্লেখ করবেন কেন তথ্য আপডেট বা পরিবর্তন করা দরকার। তারপর
এখানে যেভাবে দেয়া আছে সেভাবে লিখে দিবেন পরিস্কার করে যে বর্তমানে কোন তথ্য আছে, আর নতুন কোনটা দিতে হবে। তথ্য সংশোধন এর উপর ভিত্তি করে ডকুমেন্টস দিতে হবে। কোন পরিবর্তন এ কি ডকুমেন্টস লাগবে তা নিছে পিডিএফ দেয়া থাকবে সবার শেযে দেখে নিবেন । যা উল্লেখ করবেন
১. টিকা কার্ড
২. টিকা সনদ
৩. পুরাতন পাসপোর্ট
৪. নতুন পাসপোর্ট
৫. আইডি কার্ড
মেইল করার পর রিসিপ্ট পাবেন। মেইলে বলা থাকে ১০ দিনের মত সময় লাগবে। আপনি যেদিন মেইল করবেন তার থেকে ১/২ দিনের ভিতরে রিপ্লাই পাবেন যে আপনার ইনফরমেশন আপডেইট হয়েছে
কিভাবে পাটাবেন তার একটি অনসরন দেখানো হলঃ
ইমেইল এর সাবজেক্ট দিবেনঃ
ভ্যাক্সিন সার্টিফিকেট এর তথ্য সংশােধন প্রসঙ্গে
জনাব,
আমি ভ্যাক্সিন সনদ ডাউনলােড করার সময় তখন ভ্যালিড থাকা। আমার আগের পাসপাের্ট এর নাম্বার দিয়েছিলাম। এখন আমি আমার পাসপাের্ট নবায়ন করেছি। এখন নতুন পাসপাের্ট নাম্বার সংযােজন করা প্রয়ােজন। আমি প্রয়ােজনীয় প্রামানিক কাগজ এখানে সংযুক্ত করেছি।
ভ্যাক্সিন সনদে বর্তমানে সংযুক্ত পুরাতন পাসপাের্ট নাম্বারঃ | BP”#####3
নতুন নবায়নকৃত পাসপাের্ট নাম্বার যেটা ভ্যাক্সিন সনদে সংযুক্ত করা প্রয়ােজনঃ A02#### 12
তথ্য আপডেট করে দিলে কৃতার্থ হব।
ধন্যবাদ, আপনার নাম
+৮৮০########
এভাবে ইমেইল টি করবেন।
আপনার ইমেইলটি রিসিভ হয়েছে। তথ্য সংশোধনের অনুরোধ বেশি হওয়ার কারনে আপনার সমস্যাটি সমাধানে ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন।অনুগ্রহ করে একই ইমেইল বার বার করা থেকে বিরত থাকুন। মোবাইলে যোগাযোগ করা থেকে বিরত থাকুন। নির্দিষ্ট সময়ে সমাধান না হলে পূর্বের তথ্যাদি সংযুক্ত পুর্বক পুনরায় ইমেইল করুন।জরুরী আবেদনের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাগজপ্ত্র (বিদেশ ভ্রমণের ক্ষেত্রে টিকেট কপি, ইত্যাদি ) সংযুক্ত করতে হবে।ইমেইলে প্রয়োজনীয় তথ্যাদি সংযুক্ত না করলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবেনা।
সুরক্ষা তথ্য সংশোধনী নির্দেশিকা এখান থেকে ডাউনলোড করুন।
আশা করি ভ্যাক্সিন সার্টিফিকেট এর তথ্য সংশােধন আপনার হয়েছে। এতক্ষণ এই ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন যাতে করে অন্যদের সুবিদা হয়।