গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান pdf বই ডাউনলোড ২০২২

বাংলাদেশের সংবিধান pdf: সংবিধান হচ্ছে রাষ্ট্রের প্রতিচ্ছবি। কেননা একটি রাষ্ট্রকে তার সংবিধান দ্বারা জানা যায়। রাষ্ট্রের স্বরূপ, সরকারের
ধরন এবং নাগরিকের অধিকারের প্রকৃতি জানার জন্য সংবিধান পাঠ আবশ্যক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।

১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার লক্ষ্যে
১০ এপ্রিল ৪৩০ জন সদস্য বিশিষ্ট গণ-পরিষদের প্রথম অধিবেশন বসে। এদের মধ্য থেকে ৩৪ জন সদস্য নিয়ে
একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।

১৯৭২ সালে ১২ অক্টোবর খসড়া সংবিধান বিল গণপরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে পেশ করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাঠের পর ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলবৎ করা হয়।

বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু প্রশ্ন উত্তর

১.কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়?

উত্তরঃ বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।

২. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

উত্তরঃ বাংলাদেশের সংবিধানে মূলনীতি ৪টি।

৩. বাংলাদেশের সংবিধানে তফসিল রয়েছে কয়টি?

উত্তরঃ বাংলাদেশের সংবিধানে তফসিল রয়েছে ৭ টি ।

৪. বাংলাদেশের সংবিধানে কয়টি অধ্যায় বা ভাগ রয়েছে?

উত্তরঃ বাংলাদেশের সংবিধানে অধ্যায় বা ভাগ রয়েছে ১১ টি ।

৫. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?

উত্তরঃ বাংলাদেশের সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে ।

৬. বাংলাদেশের অস্থায়ী সংবিধান জারি করেছিলেন কে?

উত্তরঃ বাংলাদেশের অস্থায়ী সংবিধান জারি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

৭. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা কত ছিলো?

উত্তরঃ বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ৩৪ জন ।

৮. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?

উত্তরঃ বাংলাদেশের সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন ।

৯. বাংলাদেশের সংবিধান দিবস কবে পালন করা হয় ?

উত্তরঃ বাংলাদেশের সংবিধান দিবস পালন করা হয় ৪ নভেম্বর ।

১০. সংবিধানের পঞ্চম সংশোধনী হয় কত সালে?

উত্তরঃ সংবিধানের পঞ্চম সংশোধনী হয় ১৯৭৯ সালে।

১১. বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কার্যক্রমের জন্য কার কাছে দায়ী থাকে?

উত্তরঃ বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কার্যক্রমের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকে ।

১২. কে আইন প্রনয়ণ করে ?

উত্তরঃ আইন সভা আইন প্রনয়ণ করে।

১৩. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সর্বনিম্ন বয়স কত হতে হবে?

উত্তরঃ বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সর্বনিম্ন বয়স ৩৫ বছর হতে হবে।

১৪. বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?

উত্তরঃ বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান।

১৫. তত্তাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে কখন নির্বাচন চালু করা হয়?

উত্তরঃ তত্তাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে ১৯৯১ সাল নির্বাচন চালু করা হয়।

১৬. বাংলাদেশের নির্বাচনে ভোটারের সর্বনিম্ন বয়স কত?

উত্তরঃ বাংলাদেশের নির্বাচনে ভোটারের সর্বনিম্ন বয়স ১৮ বছর।

১৭. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

উত্তরঃ বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

১৮. বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?

উত্তরঃ অষ্টম সংশোধনীর মাধ্যমে।

১৯. বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মৌলিক অধিকার দেওয়া আছে?

উত্তরঃ তৃতীয় ভাগে

বাংলাদেশ সংবিধানের সংখ্যাসমূহ

– মোট ভাগ – ১১টি

– মোট অনুচ্ছেদ – ১৫৩ টি

– মোট তফসিল – ৭ টি

– মূলনীতি – ৪ টি

– সংবিধান রচনা কমিটির সদস্য – ৩৪ জন

– সংরক্ষিত মহিলা আসন – ৫০ টি

– সংবিধান সংশোধন – ২/৩ অংশ ভোট

– রাষ্ট্রপতির অভিশংসন – ২/৩ অংশ ভোট

– এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন – ২ বার

– রাষ্ট্রপতির বয়স – ৩৫ বছর

– প্রধানমন্ত্রীর বয়স – ২৫ বছর

– সংসদ সদস্যের বয়স – ২৫ বছর

– শিশুশ্রম নিষিদ্ধ – ১৪ বছরের নিচে

– প্রধান বিচারপতির অবসরসীমা – ৬৭ বছর

– পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা – ৬৫

– মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা – ৬৫ বছর

– সংসদ অধিবেশন বিরতি – ৬০ দিন

– সংসদ নির্বাচন – ৯০ দিন

– সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান – ৩০ দিন ।

– অধ্যাদেশ কার্যকর – ৩০ দিন

বাংলাদেশের সংবিধান pdf বই ডাউনলোড এখান থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *